জয়িতা সম্মাননা পেলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা আফরোজা খাতুন।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ খ্রি. উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত "জয়িতা অণ্বেষণে বাংলাদেশ" শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আনসার ও ভিডিপি উপজেলা প্রশিক্ষিকা
আফরোজা খাতুনকে নিজ জন্মস্থান গোদাগাড়ী উপজেলায় সর্বশ্রেষ্ঠ জয়িতা-র সম্মানে ভূষিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্টেট মোঃ শামসুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিন ও গোদাগাড়ী মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফার ইয়াসমিন ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :