AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত


ফরিদপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর নিহত

ফরিদপুরের নগরকান্দায় অজ্ঞাত গাড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. শাওন মাতুব্বর (২৪) ও তাজিম সরদার (২২) নামে দুই তরুণ বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত হয়েছেন খালিদ শেখ (১৮) নামে আরেক তরুণ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তাজিম সরদার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী গ্রামের হাবিব সরদারের ছেলে এবং শাওন মাতুব্বর ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামের সেন্টু মাতুব্বরের ছেলে। নিহত ও আহত তিনজন বন্ধু বলে জানা গেছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, মোটরসাইকেল যোগে শাওন মাতুব্বর, খালিদ শেখ ও তাজিম সরদার তেল (অকটেন) ভরার জন্য ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী এলাকার সিসিবিএল পাম্পে যাচ্ছিলেন। তাদের বহন করা মোটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দার নাগারদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাজিম সরদার মারা যান। আহত হন শাওন ও খালিদ। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত খালিদের অবস্থার অবনতি ঘটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাজিম সরদার মারা গেছেন। পরে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে শাওন মাতুব্বর মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একুশে সংবাদ/আ.য

Link copied!