আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারাদেশে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের মেইন গেটের সামনে কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোহেল রানা, মজিদা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার হৃদয়, সদস্য সচিব নাঈম ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখারুল ইসলাম স্বাধীন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা।
মানববন্ধনে নেতাকর্মীরা, সকল নাগরিকের মুক্তি ও গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :