সারাদেশের মতো খুলনায়ও আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি ২০২৪। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই শুমারির উদ্বোধন করেন।
শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ তবিবুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আক্তার হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ মানুষ।
দেশের ভৌগলিক সীমানার মধ্যে থাকা সব অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ইউনিটগুলোকে এই শুমারির আওতায় আনা হবে। শুমারির মাধ্যমে অর্থনৈতিক খানা, কৃষি খামার, এবং প্রতিষ্ঠানের মালিকানা, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, ও কর্মকাণ্ডের ধরণসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হবে।
শুমারির কার্যক্রম চলবে আগামী ১০ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত)। প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতির মাধ্যমে ৯৫ হাজার গণনাকারী সারাদেশে ট্যাবলেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সুরক্ষিতভাবে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে।
খুলনা বিভাগে শুমারি কার্যক্রম পরিচালনার জন্য দুই জন সমন্বয়কারীর অধীনে ২৮২ জন জোনাল অফিসার, ২৮২ জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপারভাইজার এবং ১০ হাজার ৭৪৬ জন গণনাকারী নিয়োজিত রয়েছেন। খুলনা জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজার দুইশত ৩০ জন গণনাকারী কাজ করবেন।
অর্থনৈতিক শুমারির মাধ্যমে দেশের বিভিন্ন খাতের প্রকৃত চিত্র পাওয়া যাবে। এটি সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতিমালা প্রণয়নে সহায়ক হবে। বিশেষ করে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত এই শুমারি দেশের অর্থনৈতিক কার্যক্রমের একটি আধুনিক ও নির্ভুল চিত্র তুলে ধরবে।
শোভাযাত্রা এবং শুমারির এই কার্যক্রম খুলনায় প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছে। সকলের সহযোগিতায় শুমারির তথ্য সংগ্রহ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :