সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার আয়োজনে সকল ধর্মের মানুষের এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর ) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে প্রায় ২ঘন্টাব্যাপি এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর বিএনপি’র আহ্বায়ক রবিউল কবির মনু, আদিবাসী নেত্রী এমেলি হেম্রম, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সাংস্কৃতি কর্মী তনু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এই দেশ সম্প্রীতির দেশ। আবহমান কাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। কারো উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সমাবেশ শেষে একটি বিশাল সম্প্রীতি র্যালী বের করে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একুশে সংবাদ/বিএইজ
আপনার মতামত লিখুন :