বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে, একটি উন্নত ও আধুনিক মান্দা উপজেলা বিনির্মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গণসংযোগ ও পথসভা করেছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহবায়ক এম.এ মতিন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের সিংগীহাট,নাপিতপাড়ায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এর আগে গত রবিবার (৮ ডিসেম্বর) উপজেলার ১৩ নং কশব ইউনিয়নের মিঠাপুকুর বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক শেষে মিঠাপুকুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন তিনি।
এছাড়াও গত শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার ০৬ নং মৈনম ইউনিয়নের নলকুড়ি দুর্গাপুর মৈনম মধ্যপাড়া,কদমতলী মোড়ে গণসংযোগ শেষে পথসভা শেষে,মৈনম করবীতলা বালক বালিকা হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগের তাফসিরুল ও কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।
এসময় মান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম চৌধুরী বাবুল, সিনিয়র যুগ্ম আহবায়ক এ.কে. এম নাজমুল হক নাজু, যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট মিজানুর রহমান ও বেলাল হোসেন,মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হালিম দুলালসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :