ময়মনসিংহের নান্দাইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে নান্দাইল মুক্ত দিবস পালিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে সকাল ১০টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে উপজেলা সদরে র্যালি শেষে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক সুজন মিয়া প্রমুখ।
উল্লেখ্য,১৯৭১ সালের ১১ ডিসেম্বর পাকিস্তানের হানাদার ও রাজাকার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল নান্দাইল উপজেলা। তাই ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস তথা শহিদ দিবস হিসেবে পালিত হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :