নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর, মহজমপুর বাজার থেকে চোরাগৃত গরু ছাগলসহ ও পিকআপ সহ আটক করেছে সোনারগাঁ থানা তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।
১১ ই ডিসেম্বর বুধবার দিবাগত রাত ৪ টার সময় সন্দেহের প্রেক্ষিতে এলাকার লোকজন পিকআপ ভ্যানটি আটক করলে গাড়িতে থাকা তিন চোর পালায়ে যায়। পরে গাড়িতে থাকা আরো দুই জন চোরকে এলাকার লোকজন হাতে নাতে আটক করে, গণধোলাই দিয়ে তালতলা তদন্ত করে পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেফতারকৃত চোরের সদস্যরা হলেন ১/বন্দর থানার চানপুর,রামনগর এলাকার আজগর আলীর ছেলে মামুন,২/একই এলাকার সিরাজ মিয়ার ছেলে কামাল হোসেন।
তাঁরা তারা নোয়াগাঁও ইউনিয়নের ভৌমিকপাড়া এলাকার মুরাদ মিয়ার ভাড়াটিয়া,বশির সরকারের ১টি গরু এবং ৪টি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল বলে জানা যায়।
এই বিষয়ে সোনারগাঁ থানা ওসি মোঃ আব্দুল বারী বলেন,তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়া দিন,এবং জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :