AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১২০ লিটার চোলাই মদসহ কালীগঞ্জে আটক-১


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:২০ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
১২০ লিটার চোলাই মদসহ কালীগঞ্জে আটক-১

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কালীগঞ্জে ১২০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ছোট দেউলিয়া গ্রামে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১২০ লিটার চোলাই মদ সংরক্ষণের দায়ে ছোট দেওলিয়া গ্রামের মৃত আদ্ভানী পালমার পূত্র ইগ্নেসিয়াস পালমাকে (৬২) আটক করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ইগ্নেসিয়াস পালমা দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইগ্নেসিয়াস পালমা পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেন, আসন্ন বড়দিন উপলক্ষে অবৈধ বিক্রয়ের জন্য চোলাইমদ সংরক্ষণ করছিল। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪ (গ) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর (১২) ১২/২৪। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম মিঠুন মুঠোফোনে প্রতিবেদককে বলেন, মাদকবিরোধী অভিযানে চোলাই মদসহ এক জনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!