"বাবা এ্যাতো (বেশি) শীতে একটা পাতলা কাতা (কাঁথা) গায় (শরীরে) দিয়ে সারা রাইত (রাত) কাডাই (কাটানো), আমারে কম্বল দেওনে (দেয়ায়) এহন (এখন) রাইতে শান্তিতে ঘুমাইতে পারমু (পারবো), আল্লাহর কাছে দোয়া করি হ্যাগো (তাঁদেরকে) শান্তিতে রাখে।" কথাগুলো বলছিলেন -রাবেয়া বেগম (৬৫) নামের এক বিধবা মহিলা। তার মত শত শত মহিলা পেল শীতবস্ত্র (কম্বল)।
গত ১১ও১২ডিসেম্বর সোম ও মঙ্গলবার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার হরিদেবপুরে `মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স` এর সহযোগিতায় `সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)` এর বাস্তবায়নে `ফেরদৌসী নারী ও শিশু কল্যাণ কেন্দ্র`, গলাচিপা,পটুয়াখালী এর আয়োজনে -শীতবস্ত্র বিতরণ কমর্সুচি-২৪/২৫ আওতায় প্রায় ছয় শতাধিক পরিবারকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক গণ্য-মান্য ব্যক্তিবর্গ।
`মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স` এর ইনচার্জ আতিকুর রহমান শাহিন জানান, "আমরা প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল আলম (জাকির) নির্দেশনা ও সহযোগিতায় গোলখালী ইউনিয়ন ও এর আশপাশের এলাকার অসচ্ছল, বিধবা, এতিম, বয়স্কদের তালিকা করে সে-সকল পরিবাররের কাছে শীতবস্ত্রগুলো তুলে দিয়েছি।মুহম্মদ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স` অত্র এলাকায় পিছিয়ে পড়া জণগোষ্ঠীর আর্থিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :