AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় পাওনা টাকা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত- ১৫


ভাঙ্গায় পাওনা টাকা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষে আহত- ১৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে মুখোমুখি সংঘর্ষে উভয় দলের নারী-পুরুষসহ  কমপক্ষে পনের জন সমর্থক আহত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এলাকাবাসীর সূত্রে জানা যায়, সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আওলাদ মাতুব্বর পিয়াজের বীজ বিক্রির টাকা হিরালদী গ্রামের বতু ও আবু সাঈদের নিকট বাকী থাকে। সেই পাওনা টাকা গতকাল বুধবার সন্ধ্যায় আওলাদ মাতুব্বর তার বাকি  টাকা চাওয়া নিয়ে বতুর ভাই আবু সাঈদের সঙ্গে কথা কাটাকাটির পর হাতাহাতির ঘটনা ঘটে। 

সেই জের ধরে  বৃহস্পতিবার সকালে উভয় গ্রুপ সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল সরকি টেটা ও ইট পাটকেল নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে। এদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে।  পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

সংঘর্ষকালে উভয় দলের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত আওলাদ মাতুব্বর, সরোয়ার মুন্সি,সাজ্জাদ হাওলাদার, আইয়ুব শেখ, সোহেল মাতুব্বর, মনির, হান্নান, শাকিল, জনি মিয়া, শহিদুল হাওলাদার কে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এ ঘটনায় আওলাদ মাতুব্বর জানান, সাড়ে চার লক্ষ টাকা বতু ও আবু সাঈদের নিকট পাই, টাকা চাইলে গতকাল সন্ধ্যায় মালিগ্রাম বাজারে আমাকে একা পেয়ে  ওরা আমাকে মারধর করে, আজ বৃহস্পতিবার সকালে এলাকার মাতুববররা বিষয়টি শুনতে গেলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়। আমার নিকট থেকে চার লক্ষ টাকা ছিনিয়ে নেয় বতু ও আবু সাঈদরা । 

এদিকে আবু সাঈদ জানান, টাকা পাবে মাত্র ২৫ হাজার, এ নিয়ে গতকালকে আমাদেরকে মারধর করেছে, এবং আজকে বৃহস্পতিবার সকালে তারা আবার সঙ্গবদ্ধ হয়ে আমাদের গ্রামে এসে মারপিট করে চলে যায়। 

এ বিষয়ে  ভাংগা থানা অফিসার ইনচার্জ মোকসেদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েছি এবং একটি অভিযোগ পেয়েছি  তদন্ত-পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!