চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর পতেঙ্গায় আউটার রিং রোড থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ওসমান সিকদার (৪০)। তার গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে। তিনি বিমানবন্দর এলাকায় ব্যাচেলর বাসায় থাকতেন।
এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বলেন, নিহতের মাথায় জখমের চিহ্ন আছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :