নওগাঁর মান্দায় দি হাঙ্গার প্রজেক্টের সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বা মোড়ে সিমানা কফি হাউজে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএজি), মান্দা, নওগাঁ কর্তৃক আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। এসময় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর এসএম শফিকুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর সুকুমল মন্ডল এবং মান্দা উপজেলা কো-অর্ডিনেটর মিজানুর রহমান নান্টু প্রমূখ।
এসময় নওগাঁ জেলা কাজী সমিতির সভাপতি কাজী আমিনুল ইসলাম, মান্দা উপজেলা সেচ্ছাসেবলীগের সভাপতি এমদাদুল হক, মান্দা উপজেলা যুবদলের সিনিয়র আহবায়ক আব্দুল জলিল, যুগ্ম আহবায়ক এনামুল হক, সু-শাষনের জন্য নাগরিক (সুজন) মান্দা উপজেলা কমিটির সভাপতি জিল্লুর রহমান, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতুসহ বিএনপি, যুবদল, মহিলা দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :