১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে শেরপুর জেলার নকলা উপজেলাতে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে সেবা সপ্তাহ (১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই শ্লোগানকে সামনে নিয়ে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ বিশ্বাসকে ধারন করে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর নেতৃত্বে র্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে ও চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় টিটিসির একাডেমীক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনে অবহিত করণসহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে দেওয়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ প্রদান বিশেষ করে, ৪ মাস মেয়াদী ASSET প্রকল্প, ৩ মাস মেয়াদী বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স, ৩ মাস মেয়াদী ড্রাইভিং প্রকল্প, ৩ দিন মেয়াদী প্রাক-বহিঃর্গমণ ওরিয়েন্টেশন ও RPL Assessment গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় প্রশিক্ষক রোকসানা খাতুন, শফিকুল ইসলাম, বাবুল হোসেন, সোলায়মান হোসেন, লিটন মিয়া ও রুবেল মাহমুদসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষকগন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ষানার্থীসহ নিয়মিত শিক্ষার্থী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগন ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :