ফরিদপুরের নগরকান্দায় একটি সেতুর নিচে পলিথিন ব্যাগে ভরা অজ্ঞাত নবজাতকের মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রাম এলাকার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, দেলবাড়িয়া গ্রামে একটি সেতুর নিচে পলিথিন ব্যাগের মধ্যে পানিতে ভাসছিল ওই নবজাতকের মরদেহ। স্থানীয়রা পুলিশকে খবর দিলেপুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী জানান, বাচ্চাটির বয়স এক মাসের মতো হবে। নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :