AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেনাপোলে দখলদারদের দখলে থাকা ৩শ বিঘা জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৯:৩০ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৪
বেনাপোলে দখলদারদের দখলে থাকা ৩শ বিঘা জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

দীর্ঘদিন পর অবশেষে দখলমুক্ত হলো বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা প্রায় ৩শ’ বিঘা খাস জমি উদ্ধার করে দখল নিয়েছে উপজেলা প্রশাসন।

শার্শার সােনামুখী বিলে সরকারের খাস জমি ২০১২ সালে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউপি  চেয়ারম্যান মফিজুর রহমান সরকারের’ ‘খ’ তফশিলভুক্ত ৩০০ বিঘা জমি দখলে নিয়ে পুকুর কেটে মাছচাষ করতে থাকে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শার্শা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা দখলকৃত জমি রাষ্ট্রের অনুকূলে দখল নিয়ে ২১০ টি বাঁশের খুটিতে লাল পতাকা টাঙিয়ে দখলকৃত জমি দখলে নিয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুর মৌজার সোনামুখী বিলে ৩০০ বিঘা খাস জমি রয়েছে। যা শার্শার বেনাপোল পৌরসভার সাবেক সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও তিন নম্বর বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান দখলে নিয়ে মাছ চাষের জন্য পুকুর কেটে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। বিলে এখনও বেশ কিছু খাস জমি বিভিন্ন মহলের দখলে আছে। খুব শীঘ্র বাকিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে বেদখল হওয়া সব জমি অবিলম্বে পর্যায়ক্রমে রাষ্ট্রের অনুকূলে ফেরত আনা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!