AB Bank
ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলোচিত সদরপুরের ইউএনও আল মামুনের বদলি


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৭:১৪ পিএম, ১৩ ডিসেম্বর, ২০২৪
আলোচিত সদরপুরের ইউএনও আল মামুনের বদলি

ফরিদপুরের সদরপুর উপজেলার সারাদেশের মধ্যে আলোচিত  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন কে অবশেষে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন। ফরিদপুর জেলা প্রশাসনের এক অফিস আদেশের চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২১ নভেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনে আল মামুনকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর, ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাঁকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ১১ডিসেম্বর তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল সদরপুর থেকে হতে অবমুক্ত করা হয়েছে। ইউএনও’র দায়িত্বভার গ্রহন করেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।  

এ বিষয়ে আজ শুক্রবার আল মামুন বলেন, ‘সদরপুরের ইউএনওর পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার অপরাহ্নে পেয়েছি। চিঠিটি গত বুধবারের তারিখে স্বাক্ষর করা ছিল। আজ রাতে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব। 

গত বুধবার আল মামুনের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ ফিরে আসবে’ বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ ওঠার পর ইউএনও কে তাৎক্ষণিক  প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান।

যদিও আল মামুন ওই অভিযোগ অস্বীকার করেন। তিনি পরে জানিয়েছিলেন, ‘গত ৩০ নভেম্বর সদরপুর উপজেলা সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওখানে ছাত্রদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও উপস্থিত ছিলন। তাঁরা সবাই জানেন আমি এ জাতীয় কোনো কথা বলিনি। কেন ওই ছাত্রনেতা (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান) আমার বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ করেছেন, তা আমার বোধগম্য নয়।’

এদিকে, আল মামুনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও তাঁকে কর্মস্থলে পুনবর্হালের দাবিতে গতকাল  বৃহস্পতিবার মানববন্ধন করেন স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। অপরদিকে ওই সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।

এর আগে বুধবার রাতে সদরপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি ও জামায়াতের নেতারা ইউএনও আল মামুনকে প্রত্যাহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও মৌখিক প্রত্যাহারের আদেশ ফিরিয়ে নেওয়ার জন্য ঘটনা যাচাই করেন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান তাঁরা।

একুশে সংবাদ/ এস কে

Link copied!