"মাদক একেবারেই নয়,খেলাধুলায় মিলবে জয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোরেলগঞ্জ স্থানীয় ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণে মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়জন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে উদ্বোধনী খেলায় হরিণধরা স্পোটিং ক্লাব ও ইয়াং বয়েজ ক্লাব অংশগ্রহণ করেন।
এসবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, মাদক থেকে যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য প্রতিটা উপজেলায় ক্লাব তৈরি করা উচিত। যাতে করে যুব সমাজের মধ্যে থেকে মাদক নামক অভিশাপ দূর হয়। তিনি আরো বলেন ২০২৫ সালের প্রথম দিকে এর থেকেও বড় করে টুর্নামেন্টের আয়োজন করা হবে। উদ্বোধনী ও খেলায় ইয়াং বয়েজ দুই শূন্য ব্যবধানে জয় লাভ করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :