AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহীদ বুদ্ধিজীবী দিবসে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০১:১২ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
শহীদ বুদ্ধিজীবী দিবসে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

১৪ ডিসেম্বর ‘‘শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালীগঞ্জে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় ও তাদের আত্বার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে (১৪ ডিসেম্বর) শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মনজুর এ- এলাহী, প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন ভ‚ইয়া, বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সাংবাদিকসহ প্রমুখ। পরে শহীদের আত্মর মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

একাত্তরের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময়জুড়ে বুদ্ধিজীবীদের হত্যা করে পাকিস্তানী বাহিনী। ডিসেম্বরের মধ্যভাগে মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত ঠিক তখনই রাজাকার, আল-বদর বাহিনীর সহযোগিতায় পাকিস্তানি বাহিনী হত্যা করে বাংলাদেশের প্রথিতযশা বুদ্ধিজীবীদের। উদ্দেশ্য ছিল দেশকে পঙ্গু করে দেওয়া। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,চিকিৎসক,শিল্পী, লেখক,সাংবাদিকসহ বহু খ্যাতিমান বাঙালিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। স্বাধীনতার পর থেকে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।


একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!