নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের বামনগ্রামে মো: সাইফুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সে উপজেলার বামনগ্রামের এবাদ আলী মুন্সির ছেলে। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে মো: সাইফুল ইসলাম বামনগ্রাম বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে খুন হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বামনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির গেটের সামনে পৌঁছালে অজ্ঞাত পরিচয়ের এক বা একাধিক দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের কেন্দ্র করে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।এবিষয়ে নিহত সাইফুলের ছোট ভাই তুলতুল বলেন, আমার ভাইকে কে বা কাহারা হত্যা করেছে বুঝতে পারছি না। আমার ভাইয়ের হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবং হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :