সারাদেশের মতো শেরপুরের উওর অঞ্চলের সীমান্তবর্তী উপজেলা সীমান্তবর্তী এলাকা জুড়ে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে, শ্রীবরদী উপজেলা সীমান্তবর্তী গারো পাহাড়, মেঘালয় রাজ্যের কোল ঘেঁষে অবস্থিত হালুয়া হাটি,মালাকোচা, বালিজুরী,অফিস পাড়া, খ্রিস্টানপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় বাঙালি পাশাপাশি আদীবাসী সম্প্রদায়ের মানুষেরা ও বসবাস করছেন,এই তীব্র শীতে হিমশিম খাচ্ছে, সেই সব এলাকার বসবাস করা সাধারন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ কাজ করতে খুব কষ্ট হচ্ছে, বলে জানান, সরজমিনে গিয়ে দেখা যায়,পাহাড়ের মাঝ খানে আঁকা বাঁকা পথ, বয়ছে শুধু তীব্র হাওয়া, পাখির কিচিরমিচির শব্দ, গাড়ি হেড লাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে যানবাহন, পাহাড়ের উপর উঁচু জায়গায় সবজি চাষ করছেন সেই খানে বসবাস করা স্থানীয় লোকজন।
এতে লাভবান হচ্ছে তারা, বালিজুরী, এলাকার আলম বলেন আমরা শীতের মধ্যে কাজে যায়তে পারি না, খুব কষ্ট হয়, তবু ও কষ্ট করে যেতে হয়, স্কুল শিক্ষার্থী সুমন রহমান বলেন ঘন কুয়াশায়, আমরা স্কুল এ যেতে পারছি না এতে করে আমরা খুব সমস্যায় পড়তে হয়, এছাড়া এই ঘন কুয়াশায় ও পাহাড়ি বাতাসে,জর ঠান্ডা বারছে, জেলা সদর হাসপাতালে সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে ভিড় করছে রোগিরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :