AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যমুনা সার কারখানা চালুর দাবিতে গণ অধিকার পরিষদের মানববন্ধন


যমুনা সার কারখানা চালুর দাবিতে   গণ অধিকার পরিষদের মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে ও গণ অধিকার পরিষদ সরিষাবাড়ী শাখার সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শীঘ্রই যমুনা সার কারখানা চালু করা না হলে শিল্প মন্ত্রণালয়সহ প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন বলে হুশিয়ারি দেন। 

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ থাকায় বিভিন্ন মূল‍্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, রাজবাড়ী ও উত্তরবঙ্গসহ ২১টি জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। ফলে পরিবহন শ্রমিকরা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর ভাবে দিনাতিপাত করছেন। তাই কারখানা চালু করে ইরি বোরো মৌসুমে সার সংকট থেকে রক্ষা করাসহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান স্বাভাবিক করতে দ্রুত সার কারখানা চালু করার দাবি জানান বক্তারা। পরে কারখানার গেট একটি বিক্ষোভ মিছিল বের  করা হয়। সমাবেশের সভাপতিত্ব করেন‌ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহসভাপতি আল-আমিন মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মোহন, অর্থ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাঈম ইসলাম প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা গণঅধিকার পরিষদের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম শাহীন।

 

একুশে সংবাদ/ এস কে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!