রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার রুহুল আমিন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :