জামায়াতে ইসলাম বাংলাদেশ এর অংঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দ্বি - বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি গোলাম রব্বানী।
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি রেনায়েল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনে জেলা শাখার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট আবু তাহের। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, অধ্যাপক আবুল হোসেন বাদল, রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মনিরুজ্জামান জুয়েল, এ্যাডভোকেট আব্দুল বাতেন, সহ অধ্যাপক আতাউর রহমান, ফেডারেশনের উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, উপদেষ্টা এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম রাজু, জেলা ছাত্র শিবির সভাপতি ওসমান গনি প্রমুখ। সম্মেলনে শ্রনিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলার ৫ উপজেলার নেতৃবৃন্দ ও সম্মেলনের সাধারণ ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :