পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল সরকারি কলেজ শাখার উদ্যোগে।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী কর্তৃক বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতীর মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে ``শহীদ বুদ্ধিজীবী দিবস`` উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে দশটায় বাউফল সরকারি কলেজ সভা কক্ষে এ চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাউফল সরকারি কলেজের প্রভাষক আবু সায়েম, ছাত্রনেতা ইসতিয়াক রসুল সোয়েব, নাইম খলিফা, রিফাত মাহমুদ, আবদুল্লাহ ইরফান, রফিকুল ইসলাম রেদোয়ান, লিমন হোসেন প্রমুখ।
সভা শেষে বাংলাদেশের বুদ্ধিজীবী এবং জাতীর মেধাবী সন্তানদের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল সরকারি কলেজের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :