AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


Ekushey Sangbad
গাজী আজম হোসেন, বেরোবি প্রতিনিধি
০৬:৩৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৪
বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর নগরীর দমদমা বধ্যভূমিতে শোক র‌্যালি ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী । পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, দপ্তর ও আবাসিক হলগুলোর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি তাঁর বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করে বলেন, শোষণমুক্ত বাংলাদেশ গড়ার জন্য বিজয়ের সন্নিকটে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর অকাতরণে নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছিল এদেশের বুদ্ধিজীবী সমাজ।

বেরোবি উপাচার্য আরো বলেন, জুলাই আগস্টে ছাত্রজনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা অর্জন করেছে জাতি। এই বিপ্লবে বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদ অগ্রণী ভূমিকা পালন করে। জুলাই আগস্টে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ের সবখানে বৈষম্য দূর করতে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান উপাচার্য। তিনি বলেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অনুপ্রেরণাকে ধারণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ের সকল অগ্রযাত্রায় সবাই শরিক হয়ে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে হবে।

শহীদ বু্িদ্ধজীবী দিবস-২০২৪ পালন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান এবং ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের রিসার্চ অফিসার ড. মোঃ রোকনুজ্জামান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ এমদাদুল হক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রফিউল আজম খান, বাংলা বিভাগের প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 

একুশে সংবাদ/ এস কে
 

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!