মহান বিজয় দিবসে নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রায় ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধণা দেয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এ সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়েশা আক্তার, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাওসার আলম সরকার, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুল ইসলাম ও পবিত্র দত্ত প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :