AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পলাশে বিজয় দিবসে মানবতার আলো‍‍`র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০৫:২৪ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৪
পলাশে বিজয় দিবসে মানবতার আলো‍‍`র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলো‍‍`র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার জিনারদী ইউনিয়নের কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরে বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করে অংশগ্রহণকারী  পঁচানব্বইজন পরীক্ষার্থীদের মধ্যে ভাল ফলাফলকারী ১৫ জন শিক্ষার্থীকে এক বছরের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

এ পরীক্ষাকে কেন্দ্র করে দুপুর থেকেই শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ  করে। পরীক্ষার্থীদের অভিভাবককরা তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্র দিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন। এসময় তাদের এক মিলনমেলায় পরিনত হয়। 

পরীক্ষা শেষে ইকরা ইকবাল রাইসা তার অনুভূতি প্রকাশ করে বলেন, এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে আমার কাছে খুব ভালো লাগছে। আশা করি আমি এই পরীক্ষায় বৃত্তি পাবো।

পরীক্ষার্থীর অভিভাবক তনুশ্রী পাল বলেন, মানবতার আলো সংগঠনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের জন্য ভাল অনুভূতি কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়া লেখায় ভালোভাবে আগ্রহী হতে পারবে। 

পরীক্ষা কেন্দ্রের সচিব কুড়াইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দে বলেন, মানবতার আলো শিক্ষা বৃত্তি পরীক্ষায় জিনারদী ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছে। এই পরীক্ষায় তারা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়। সংগঠনটি অতীতেও শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছে, তাদের বৃত্তি প্রদান করেছে। তারা যেন ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখে সেজন্য তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠা সোহেল কুমার দে জানান, আমরা মহান বিজয় দিবস উপলক্ষে এই শিক্ষা বৃত্তির আয়োজন করেছি। শিক্ষার্থীরা যেন পড়ালেখায় আরও ভালো মনোযোগী হয় এজন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। শুধু এবারই প্রথম না দীর্ঘ চার বছর ধরে আমরা শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছি। এ ধরনের কাজ আমাদের অব্যাহত থাকবে। 

একুশে সংবাদ/ এস কে

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!