সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ছাত্রলীগ নেতা মোঃ মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। রবিবার ১৫ ডিসেম্বর বিকেলে সদর ইউনিয়ন নয়াগাঁও গ্রামের একটা চা দোকান থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যনগর থানার পুলিশ।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সজীব রহমান এর দিকনির্দেশনায়, এসআই মোঃ আসাদুল ইসলাম, এসআই বিকাশ সরকার, এএসআই মোঃ মহিনুর, এএসআই আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
মধ্যনগর থানার এফআইআর নং-৬, ২৭ নভেম্বর, ২০২৪; জি আর নং-৬৮, তদন্ত প্রাপ্ত আসামী মধ্যনগর সদর ইউনিয়নের গলহা গ্রামের মোঃ আব্দুল হোসেন এর ছেলে, মোঃ মানিক মিয়া(২৪) সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, মধ্যনগর ইউনিয়ন শাখা এবং নবীনলীগ মধ্যনগর ইউপি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলো।
অতঃপর ১৬ ডিসেম্বর সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :