ফরিদপুর পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর পৌরসভার উদ্যোগে বেগম রোকেয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদা হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণপদ ঘোষাল, ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আলম বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ আহাদুজ্জামান এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবছর দিবসের স্লোগান ছিল নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন," নারী সমাজের অবিচ্ছেদ্য অংশ, নারীকে ছাড়া বা নারীর উন্নয়ন ছাড়া সমাজ কখনো এগিয়ে যাবেনা৷ অতীতের তুলনায় নারীরা আজ অনেক এগিয়ে, কিন্তু এই উন্নয়ন যথেষ্ট নয়৷ নারীর আজকের যে উন্নয়ন তার পিছনে বেগম রোকেয়ার অবদান ইতিহাসে লেখা থাকবে৷ নারী সমাজকে বেগম রোকেয়া অনেক প্রতিবন্ধকতার মোকাবেলা করে আলোর পথ দেখিয়েছেন। নারী সমাজকে বেগম রোকেয়ার আদর্শে পথ চলতে হবে। নারীকে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে৷ আর এজন্য নারীকে নিজেদের উন্নয়নের সহযোগী ভেবে পুরুষকে এগিয়ে আসতে হবে৷ নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে৷ এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :