নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে এগারসিন্দুর প্রভাতি ট্রেনের কাটা পড়ে লিপি বেগম (৫০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের আধা কিলোমিটার পূর্ব পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিপি বেগম পলাশের ডাংগা ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের মৃত ফয়জুদ্দিনের স্ত্রী। তিনি ঘোড়াশালে ফেরিঘাটে তার বড় বোনের সাথে থাকতেন।
নিহতের ভাগিনা আব্দুল কাদির ও রেলওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার সন্ধায় পাশের চামড়ার গ্রামের ছোট বোনের বাড়িতে বেড়াতে যান লিপি বেগম। পরে সেই বাড়ি থেকে আজ সকালে ফেরিঘাটের বড় বোনের বাসায় আসার উদ্দেশ্যে রওনা করেন তিনি।
সকাল ৮টা ৪৪ মিনিটে ঘোড়াশাল রেললাইন ধরে হেটে আসার সময় ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জ অভিমুখী এগারসিন্দুর ট্রেনে কাটা পড়ে লিপি বেগম। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত লিপি বেগম কানে কম শুনতেন বলেও জানান তার ভাগিনা আব্দুল কাদির। পরে নরসিংদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, লিপি বেগমের নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শী থাকায় এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্ত তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :