AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শার্শা সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার, মাথায় গুরুতর জখমের চিহ্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০২:১৭ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
শার্শা সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার, মাথায় গুরুতর জখমের চিহ্ন

যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্ত থেকে দুই বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দু’জনের শরীরেই গুরুতর জখম ছিল। তবে, কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি বিজিবি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে একজনের মরদেহ সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করে সীমান্তরক্ষী বাহিনী। আর মুমুর্ষ অবস্থায় অপরজনকে রাতে উদ্ধার করে স্বজনেরা বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

দুইজনের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেছে। তিনি হলেন, শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের ইউনুস মোড়েলের ছেলে মো. জাহাঙ্গীর (৩৩)। অপরজনের পরিচয় জানা যায়নি।

বিজিবি, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের ইছামতি নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) সদস্যদের খবর দেয়। বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বেওয়ারিশ অবস্থায় শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। নিহতের মাথার পেছনের অংশে গুরুতর জখমের চিহ্ন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খুরশিদ আনোয়ার বলেন, অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহের মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের জখম রয়েছে। পরনে কোনো পোশাকও ছিল না। স্থানীয় বাসিন্দাদের মরদেহ সনাক্তের জন্যে দেখানো হয়েছে। কিন্তু কেউ চিনতে পারেনি।

এদিকে, সকালে খবর পেয়ে কাগজপুকুর গ্রামে যায় পুলিশ। সেখানে নিহত জাহাঙ্গীরের দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কেউ কেউ দু’জন হত্যার দায় চাপাচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র দিকে। কিন্তু বিজিবির কাছে হত্যার বিষয়টি সরাসরি অস্বীকার করেছে বিএসএফ।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!