AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৩


Ekushey Sangbad
সাব্বির হোসেন, পলাশ, নরসিংদী
০২:২৮ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৩

নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রন ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের  মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। ওই সময় প্রতিপক্ষের ছোড়া গুলিতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হয়েছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় লালমিয়া সমর্থকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  যান চলাচল স্বাভাবিক করে।

গুলিবিদ্ধ আহত মো. রনি (৩২) পাঁচদোনা এলাকার  শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি  আলম মিয়া (৫৫) এবং  মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। 

জানা যায়, নরসিংদীর পাচঁদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রন ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দন্ধ শুরু হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। রাতে লাল মিয়া মেম্বারের ছেলেকে মারধোর করে মোসাদ্দেক সমর্থকরা। 

এই খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। ওই সময় দুই পক্ষর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে এক জন গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়। পরে লাল মিয়া সমর্থকরা বিচারের দাবীতে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন সহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। ওই সময়  ঢাকা-সিলেট  মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে  যান চলাচল স্বাভাবিক করে।

মাধবদী থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান,  বিএনপির দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে। কিছুক্ষন মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!