AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৮ জুয়াড়ি আটক


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০২:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৪
কোটচাঁদপুরে জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযান, ৮ জুয়াড়ি আটক

কোটচাঁদপুরে জুয়ার আসরে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাত ১০ টার সময় এ অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, মোবাইল, জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়িকে আটক করেন যৌথবাহিনী।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০ থেকে ১১ টা পর্যন্ত যৌথবাহিনী অভিযান চালান কোটচাঁদপুরের পার্লাট গ্রামে মেহগনি বাগানের ওয়ান টেন জুয়ার আসরে। এ সময় জুয়ার আসর থেকে খেলার বিভিন্ন উপকরণ, মদ, নগদ টাকা, মোবাইলসহ ৮ জুয়াড়িকে আটক করেন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। যার মধ্যে ছিল ১ টা জুয়ার ওয়ান টেন বোর্ড, ২৯ টি ডার্ক পিন, ৫টি জুয়ার গুটি, ১.৫ লিটার মদ, ২ প্যাকেট মম বাতি, ৪ প্যাকেট আগর বাতি, ১ টি চসমা, ৩ প্যাকেট সিগারেট, ৩ টা বাটন মোবাইল, ১ টা অ্যান্ড্রয়েড মোবাইল, ৫ বোটল গোলাপজল ও নগদ ১ লাখ ৩ হাজার ৬ শ ৫৯ টাকা।

এ ছাড়া আটককৃত জুয়াড়িদের মধ্যে রয়েছে,কোটচাঁদপুরের সলেমানপুরের আঃ মালেকের ছেলে সেলিম হোসেন (৪৫), আদর্শপাড়ার মৃত মালেক সরদারের ছেলে অমেদুল সরদার (৪৮), পারলাট গ্রামের ওয়াহার আলীর ছেলে বাবর আলী (৪৭), পারলাটের মৃত আব্দুল কাদেরের ছেলে আসাদুল ইসলাম (৫০), কালিগঞ্জের হেলাই গ্রামের সাহাজউদ্দিনের ছেলে মনির উদ্দিন, হেলাইয়ের মৃত ফকির আহমেদের ছেলে, রবিউল ইসলাম (৭০), ঝিনাইদহ সদর কোটপাড়ার মৃত আয়ুব মুন্সির ছেলে শাহিন হোসেন (৪৫) নারানপুর এলাকার নওশাদ শাহের ছেলে হাবিব রহমান  (৫২)।

এ ছাড়া অভিযানের খবরে পালিয়ে গেছেন ওয়ান টেন জোয়ার বোর্ডের মূল হোতা হারুন ও তার সহযোগী 

ওই এলাকার শামীম হোসেন, জসিম হোসেন, মিন্টু রহমান, বাবু ওরফে পাইপ বাবু। ওই ঘটনার পর তারা পলাতক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

মহেশপুর ভৈরবা সেনাবাহিনী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইব্রাহিম হোসেন বলেন, উপজেলার পারলাট গ্রামের একটি মেহগনি বাগানে ওয়ান টেন জুয়ার আসর বসেছে এমন খবরে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, মদের বোতল ও নগদ ১৩ হাজার ৬৫৯ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় ৮ জুয়াড়িকে। পরে কোটচাঁদপুর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

পরে তাদেরকে কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  কবির হোসেন মাতুব্বর। তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে ৮ জুয়াড়িকে আটক করা হয়। ওই সময় উদ্ধার করা হয় নগদ টাকা, মদসহ বিভিন্ন সরঞ্জামাধি। ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নাম্বার ০৬, তারিখ-১৭-১২-২৪।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!