এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি` ফসলের মাঠ জুড়ে বিস্তীর্ণ সরিষা ফুলের হলুদের সমারহ দেখে গানের এই লাইন টি যেন আপনাআপনি মনে চলে আসবে যেকোনো প্রকৃতি প্রেমির মনে ।ফসলের মাঠে মাঠে সরিষা গাছের হলুদ ফুলে গ্রাম বাংলার প্রকৃতিতে এক অন্য রকম সৌন্দর্য এনে দিয়েছে।হলুদ ফুলের এমন দৃশ্য প্রকৃতি প্রেমি মানুষদের হৃদয়কে শিহরিত করে তুলবে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, শীতের মৌসুমে প্রকৃতি সেজেছে আপন সাজে। যেদিকে যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ।সেই সাথে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে মৌমাছির আনাগোনা। সরিষা গাছের হলুদ ফুলের সমারোহ সবুজ প্রকৃতিকে আরও সাজিয়ে তুলেছে।প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্য মোবাইল ফোনের ফ্রেমে বন্দী করতে অনেক তরুণ-তরুণীরা সরিষা ফুলের হলুদ বাগানের মধ্যে ছবি তুলতে দেখা গেছে।
এই এলাকার সরিষা চাষিরা বলছেন, এবার বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বেশি হবার কারনে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।যার কারনে কিছু জমিতে সরিষা চাষ করা সম্ভব হয় নি। তবে যে জমি গুলো সরিষা চাষের জন্য উপযুক্ত সেসকল জমিতে অনেক ভালো সরিষা হয়েছে।এবার সরিষা চাষে বাম্পার ফলন হবে বলে আশা করছেন এই এলাকার চাষিরা।
সরিষার দানা থেকে ভোজ্য তেল পাওয়া যায় যেটা আমাদের জন্য খুব উপকারী। এছাড়া সরিষার গাছ জ্বালানি হিসেবে ব্যবহার হয়।সরিষার খৈল মাছের ও গোখাদ্য হিসেবে ব্যবহার হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :