নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ (৩২) ও শিপন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দুপুর ২ টারদিকে পূর্বাচলের ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রউফ ও সিপন রাজধানীর যমুনা ফিউচার পার্কে মোবাইল ব্যবসায়ী ছিলেন।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার যমুনা ফিউচার পার্ক মার্কেট সাপ্তাহিক বন্ধ থাকায় মার্কেটের মোবাইল ব্যবসায়ী ১২ জন ৬ টি মোটরসাইকেল যোগে দুপুরে চাদপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেপরোয়া গতিতে আসার মোটরসাইকেল গুলোর মধ্যে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কে পড়ে যায়।
এসময় মোটরসাইকেলে থাকা আব্দুর রউফ ও সিপন সড়কের পাশে দেয়াল আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তারা দুইজন মৃত্যু বরণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :