AB Bank
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু


নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা উপজেলার  ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া গ্রামের সঞ্জয় কর্মকার (২২) নামের কলেজ ছাত্রের  গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়াগেছে।

নিহতের পরিবার জানান  বুধবার (১৭ ডিসেম্বর) রাত অনুমান ১০ ঘটিকায় সঞ্জয় কর্মকার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরিবারের লোকজন রাতে খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ করেনি। ঘুমিয়ে আছে ভেবে ডাকাডাকি না করে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে।পরের দিন সকাল ১১ ঘটিকায় ঘুম থেকে না উঠলে পুনরায় ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে  দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে ঘরের কাঠের আড়ার সাথে তার মায়ের শাড়ী কাপড় গলায় পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে ।পরিবারের লোকজন  মৃত অবস্থায় নিচে নামায়। 

সঞ্জয় কর্মকার (২২), যদুরদিয়া গ্রামের মৃত মন্টুর কর্মকারের ছেলে সে ভাঙ্গা সরকারি কে,এম কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

নগরকান্দা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সঞ্চয় কর্মকার নামের কলেজ শিক্ষার্থী ঘরের আড়ার সাথে শাড়ি কাপর পেচিয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের কাছ থেকে জানতে পারি মোটরসাইকেল কিনে না দেওয়ায় সে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরন করেছে। সুরত হাল শেষে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!