ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক কৃষানীর ১৪ বিঘা জমির ধানের ৫টি পুঞ্জিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মল্লিকপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ঐ কৃষানীর জামাই সিপিবি নেতা প্রভাত সমীর শাহজাহান জানান, গত কয়েকদিন ধরেই একটি দুষ্টচক্র সুযোগ বুঝে মল্লিকপুর গ্রামের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে। মঙ্গলবার রাতে তার শ্বাশুড়ির বাড়ির উঠানে পুঞ্জীভূত করে রাখা প্রায় ১৪ বিঘা জমির ধানের ৫টি পুঞ্জীতে হঠাৎ করে একযোগে আগুন দেয় দুবৃত্তরা। এলাকার লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি। পরে খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দুপুরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :