মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে গত এক সপ্তাহে শ্রীমঙ্গল উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার হতদরিদ্র শীতার্ত ছয়শ` মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গল উপজেলার জন্য বরাদ্দকৃত ৬`শ পিস কম্বল ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। আশা করছি শিগগির আরো বরাদ্দ আসবে। বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :