পিরোজপুরের জিয়ানগরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠন করা হয়েছে। এতে ইন্দুরকানী বাজারের কোহিনুর মেডিকেল হলের স্বত্তাধিকারী মো: মিজানুর রহমানকে সভাপতি, গাবগাছিয়া গ্রামের নাছরুল্লাহ সেবা নিকেতন এর স্বত্বাধিকারী মো: আলতাফ হোসাইনকে সহ সভাপতি ও ঘোষেরহাট বাজারের বিসমিল্লাহ মেডিসিন হাউজ এর স্বত্তাধিকারী মো: কামরুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কমিটির সহ সভাপতি মো: আলতাফ হোসাইন এ বিষয় নিশ্চিত করেছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুরে উপজেলার স্থানীয় মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পিরোজপুর জেলা সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ আছাদুজ্জামান মিরাজ।
কমিটির অন্যরা হলেন- ঔষধ ব্যবসায়ী মো: সোহেল (চন্ডিপুর) সহ সম্পাদক, আবু বকর (বালিপাড়া) সাংগঠনিক সম্পাদক, মো: সিরাজুল ইসলাম (ইন্দুরকানী বাজার) সহ সাংগঠনিক, আলী হায়দার (ইন্দুরকানী বাজার) দপ্তর সম্পাদক, মো: কামরুল ইসলাম (ঘোষেরহাট) সহ দপ্তর, মো: রুম্মান (চন্ডিপুর) প্রচার সম্পাদক, মো: ইউনুস (বালিপাড়া) সহ প্রচার, মো: জাকির হোসেন (বটতলা, বালিপাড়া) ধর্ম বিষয়ক সম্পাদক।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- ঔষধ ব্যবসায়ী মো: রফিকুল ইসলাম (চন্ডিপুর), মো: জাহিদুল ইসলাম (বালিপাড়া), শফিকুল ইসলাম (পত্তাশী), হারুন অর রশিদ (খেজুরতলা), আ: কাদের হাওলাদার (স্বাস্থ্য কমপ্লেক্স গেট), দোলন রায় (ইন্দুরকানী বাজার)। এসময় উপজেলার বিভিন্ন হাট বাজারের শতাধিক ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :