গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে তুলার গুদামটিতে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে আগুন পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, রাতে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :