রাজবাড়ীতে ডাকাতি প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মণ ও তার সঙ্গীয় ফোর্স সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেকে হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আলম সরদারের ছেলে মো. রুবেল (৩৮) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার কালিবাড়ি এলাকার নাছির উদ্দিনের ছেলে মো. নাইম ইসলাম (৩০)। এ-সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য বহনকৃত দুটি সুইস গিয়ার ছোড়া উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জানা গেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আরও জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :