ময়মনসিংহের নান্দাইলে আজিতা খাতুন নামে ষাটোর্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার গাংগাইল ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বেতাই খাল থেকে লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, আজিতা খাতুন গাংগাইল ইউনিয়নের গয়েশপুর গ্রামের বাসিন্দা। দরিদ্র মহিলাটি এলাকা ঘুরে ভিক্ষা করতেন এবং মাথার সমস্যা ছিল বলে গ্রামবাসীরা জানায়। তবে দুদিন ধরে মহিলাটি নিখোঁজ ছিল। তবে থানায় কোন জিডি ছিল না,বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :