"পুষ্টিহীনতা দূর করব, শিশু খর্বকায় প্রতিরোধ করব" এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিশুর খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব নিয়ে ক্যাম্পেইন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত দক্ষিণ শহর গ্রামে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আশার গান অনলাসের অর্থায়নে ক্যাম্পেইনের আয়োজন করে সোসাইটি ফর পিপলস এ্যাকশন ইন চেঞ্জ এ্যান্ড ইকুইটি-স্পেস।
ক্যাম্পেইনে শিশুর খর্বকায় হওয়ার কারন, খর্বকায় শিশুর ক্ষতিকর প্রভাব, শিশু ও মাতৃস্বাস্থ্যের অপুষ্টি ও খর্বকায় প্রতিরোধে জৈব কৃষির গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু সাঈদ, সোসাইটি ফর পিপলস এ্যাকশন ইন চেঞ্জ এ্যান্ড ইকুইটি-স্পেস এর নির্বাহী পরিচালক সালাউদ্দিন ব্যাপারী টিটল, প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহা. শফিকুর রহমান, প্রকল্প ম্যানেজার মো. শাহজাহান আলী, ঝিলিম ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ আলীসহ অন্যান্যরা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :