মাগুরার শালিখায় গরু চোর চোক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাঘোসা গ্রাম থেকে শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম(২৩) কে তার নিজ বাড়ী নাঘোসা থেকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া ও ওসি তদন্ত মিলন কুমার ঘোষের দিক নির্দেশনায় এসআই প্রকাশ ঘোষ ও এসআই শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, গত ১৫ ডিসেম্বর গরুচোর চক্রের সক্রিয় সদস্য আলমুনকে গ্রেফতার করার পর তার শিকার উক্তি মোতাবেক ১৯ ডিসেম্বর গরু চোর চক্রের সদস্য নাজমুলকে গ্রেফতার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :