যত্রতত্র উন্মুক্তভাবে ময়লা-আবর্জনা ফেলে রাখা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাই এর সমস্যা সমাধান ও জনসচেতনতা বৃদ্ধিতে মোংলায় বর্জ্য সংগ্রহকারী পরিচ্ছন্ন কর্মীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণাদী দিয়েছেন তিনটি বেসরকারী উন্নয়ন সংস্থা। বিশ্বব্যাংকের অর্থায়নে ও জাতিসংঘের সহায়তায় মঙ্গলবার শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয় তিনদিনের এই প্রশিক্ষণ।
উপজেলার শতাধিক বর্জ্য সংগ্রহকারীকে আরণ্যক ফাউন্ডেশন, রিসাইকেল জার ইকোসিস্টেম ও এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রশিক্ষণ দেয়। সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকায় প্লাস্টিক দূষণ বিশেষ করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের দূষণ রোধ করার মাধ্যমে সার্কুলার ইকোনমির সুযোগ সৃষ্টি এবং পরিবেশের টেকসই উন্নয়ন করাই প্রধান লক্ষ্য বলে জানায় কর্মশালার আয়োজকরা।
এ সময় বর্জ্য সগ্রাহকদের মধ্যে নিরাপদ প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং একক ব্যবহারকৃত প্লাস্টিকের টেকসই ব্যবস্থাপনা সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে স্বাস্থ্য সুরক্ষামূলক সরঞ্জামাদি ভেস্ট , গ্লাভস, পুনঃব্যবহারযোগ্য মাস্ক, গামবুট, হ্যান্ড স্যানিটাইজার এবং সুরক্ষামূলক চশমা এর পাশাপাশি নারী বর্জ্য সংগ্রাহকদের মাঝে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, প্লাস্টিক দূষণ পরিবেশ, জীববৈচিত্র্য তথা সুন্দরবন, নদী, সমুদ্র ইত্যাদি জৈব এবং অজৈব বাস্তুতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এর দূষণ রোধ করা একই সাথে এর সাথে সংশ্লিষ্ট মানুষদের টেকসই উন্নয়নের মাধ্যমে দেশ, পরিবেশ এবং জীববৈচিত্র্যের উন্নয়ন ঘটানো সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া শারমিন, পৌর নির্বাহী কর্মকর্তা অলম কৃঞ্চ সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থার এইচ, এম, ফাহিম, জিয়াউর রহমান, সাখিনা আক্তার, শিব্বির আহমেদ তাশফিকসহ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীরা।
আপনার মতামত লিখুন :