কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপার ইউনিয়নের শাপুর-সাপকানি গ্রামে অগ্নিকাণ্ডে একটি গুদামঘর মালামালসহ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন নেভানোর পর আগুনে পোড়া মাসুদ পারভেজের (৩৮) মরদেহ উদ্ধার করেছে। তার বাড়ি একই গ্রামে।
গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এই অগ্নিকাণ্ড ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জনৈক ঠিকাদার একটি বড় টিনের ঘর ভাড়া নিয়ে ঠিকাদারির মালামাল রাখার জন্য ঘরটি গোডাউন হিসেবে ব্যবহার করে আসছেন।
বাজিতপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ৬টর দিকে তারা ঘটনাস্থলে যান এবং প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুনে পোড়া জিনিসপত্রের ভেতর থেকে অঙ্গার হয়ে যাওয়া মাসুদ পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের আত্মীয়-স্বজনরা জানান, মাসুদ দীর্ঘদিন যাবৎ মস্তিষ্কের সমস্যায় ভুগছিলেন। প্রায় দিনই তিনি ঘর থেকে বের হয়ে বিভিন্ন স্থানে রাত কাটাতেন।
বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন জানান, সুরতহাল তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বাজিতপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :