মৌলভীবাজারের জুড়ীতে অক্সিজেন ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল দশটা থেকে দুপুর ১২:৩০ পর্যন্ত পরীক্ষা চলে। এ বছর জুড়ী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয় থেকে চতুর্থ ও অষ্টম শ্রেণির ৩৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্র ধর, পরীক্ষা নিয়ন্ত্রক ও মক্তদীর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল, সহকারী শিক্ষক সুমন মিয়া, বেলাগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, সাংবাদিক হারিছ মোহাম্মদ প্রমুখ। এছাড়াও এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, পরীক্ষাকেন্দ্রের পরিবেশ অত্যন্ত সুন্দর ও গোছানো। অক্সিজেন ফাউন্ডেশনকে এরকম আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ। এরকম পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করবে।
অক্সিজেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ জানান, এবছর আমাদের এ বৃত্তি পরীক্ষার পথচলা শুরু হয়েছে৷ আগামীতে পরীক্ষা যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। খুব শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :