AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবার পেল দুই কোটি ৯০ লাখ টাকা


খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবার পেল দুই কোটি ৯০ লাখ টাকা

খুলনা বিভাগের ৫৮ শহীদ পরিবারের জন্য দুই কোটি ৯০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেওয়া হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার শহীদ পরিবারের প্রতিটিকে পাঁচ লাখ টাকা করে মোট ২.৯ কোটি টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এছাড়া মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. হাসানুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বক্তৃতা দেন।

অতিথিরা বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদরা আমাদের জন্য একটি সাহসী বাংলাদেশ উপহার দিয়েছেন। তাদের আত্মত্যাগকে মনে রেখে আমাদের বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তা, ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা ধরে রেখে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

একুশে সংবাদ/ এস কে
 

 

Link copied!