গতবছরের ৬১ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের বৃহত্তম চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এন্ড কোং এর ২০২৪-২৫ মাড়ায় মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২০ ডিসেম্বর) বিকাল ৩ টায় কেরু মিল গেটে শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান(গ্রেড-১) ড. লিপিকা ভদ্র।কেরু এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল করিম, চুয়াডাঙ্গা জেলার সিনিয়র দায়রাজজ আকবর আলী শেখ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম হোসেন অর্ক,কেরু এ্যান্ড কোং এর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অনেকে।
জানা গেছে,চলতি মাড়ায় মৌসুমে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়ায় করে ৪ হাজার ২শত মেট্রিকটন চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।কাঁচামালের সংকট না হলে ৬৫ দিন আখ মাড়ায় চলবে বলে মিল কতৃপক্ষ জানিয়েছেন। চলতি মৌসুমে আখ থেকে ৫ শতাংশ চিনি আহরনের হার ধরা হয়েছে।
গত মাড়ায় মৌসুমে ৫৬ হাজার ৪১৩ মেট্রিকটন আখ মাড়ায় করে ২ হাজার ৬০৮ মেট্রিকটন চিনি উৎপাদন করে এই প্রতিষ্ঠান টি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :